শীর্ষ খবর

নতুন প্রজন্মকে বিকৃত উচ্চারণে বাংলা না বলার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মকে বিকৃত উচ্চারণে বাংলা না বলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছেন ভাষা শহীদরা। আর যারা মাতৃভাষা বাদ দিয়ে শিশুদের ইংরেজি শেখান তারা মানসিক দৈন্যতায় ভোগেন। বাঙালি হয়েও যারা ইংরেজি উচ্চারণে বাংলা ব্যবহার করেন তাদের প্রতি শুধুই করুণা হয়। বাংলাদেশ ও বাঙালির অস্তিত্বের মূল ভিত্তিই হলো ‘বাংলা ভাষা’।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শুদ্ধ বাংলা ব্যবহারের পাশাপাশি নিজস্ব আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন। প্রথমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, অনেক রক্তের বিনিময়ে সারা বিশ্বে আজ বাংলা ভাষা মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানিরা বারবার আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত করেছে। ১৯৫২ সালে ভাষা শহীদরা সেই ষড়যন্ত্র রুখে দিয়ে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাদের সেই অবদানে ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি, কৃষ্টি সবকিছুর সঙ্গেই মাতৃভাষা জড়িত। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ায় বাংলা ভাষার প্রতি দেশের জনগণের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে।

আরও সংবাদ

Close