আন্তর্জাতিক
আশারবাণী শুনালেন গবেষকরা : ক্ষমতা কমছে করোনার
ভয়ংকর এই পরিস্থিতিতে আশার বাণী শুনিয়েছেন বেশ কয়েকজন গবেষক। তারা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ সক্ষমতা বাড়ছে। তবে একইসঙ্গে কমছে ক্ষতির ক্ষমতা।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, আইসল্যান্ডে করোনা ভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যাপ্তি ঘটেছে বলে এক গবেষণায় দেখা গেছে। আইসল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বেসরকারি জেনেটিকস কোম্পানি ডিকোড জেনেটিকস ৯ হাজার ৭৬৮ আইসল্যান্ডবাসীর ওপর পরীক্ষা করে এটি জানতে পেরেছে। এ পরীক্ষায় ধরা পড়েছে যে, শুধু এই দ্বীপ দেশটিতেই করোনা ভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যাপ্তি ঘটেছে।
এ পরীক্ষার ভিত্তিতে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভাইরাস বিশেষজ্ঞ অ্যালান রানড্রুপ থমসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ সক্ষমতা আরও বাড়তে থাকবে। তবে পাশাপাশি এ ভাইরাসে ক্ষতির পরিমাণও কমবে। অর্থাৎ এটি শেষ পর্যন্ত সাধারণ ফ্লুর মতো হবে। ব্যাপকভাবে এতে মানুষ আক্রান্ত হলেও সে রকম ক্ষতি হবে না। মিউটেশনের মধ্য দিয়ে নতুন ধরনের যেসব করোনার সৃষ্টি হয়েছে তার সবগুলোই শেষ পর্যন্ত টিকে থাকবে সে কথাও নিশ্চিত করে বলা সম্ভব নয়।