আজকের সিলেটমৌলভীবাজার
মৌলভীবাজারে ১৭শ পরিবারকে খাদ্য ও ডাক্তারদের ১শ পিপিই দিলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনি এলাকা মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১৭শ’ অসহায় পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ শুরু হয়েছে।প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই করে কেজি ডাল দেওয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১ শ’ পরিবার এবং জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৬শ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এর আগে পরিবেশমন্ত্রীর নিজ উদ্যোগে করোনাভাইরাস থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস, হাসপাতাল, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একশ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ উপলক্ষে এক ভিডিও বার্তায় পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতোমধ্যে দরিদ্র, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সাহায্য বিতরণ করেছে। অসহায় মানুষের জন্য সরকারের এ ত্রাণ সহায়তা চলমান থাকবে।’
তার নির্বাচনি এলাকার জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই আপনাদের পাশে আছি, আল্লাহর রহমতে আমার এলাকার কেউ না খেয়ে থাকবে না।’