আজকের সিলেট
এবার করোনায় আক্রান্তের গুজব : রিপোর্ট নেগেটিভ রেজওয়ান আহমদের
সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড পরিনত হয়েছে গুজবের ওয়ার্ডে। কাউন্সিলর রেজওয়ান আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যেনো উঠে পড়ে লেগেছে।
নির্বাচন থেকে শুরু করে সম্প্রতি ত্রাণ বিতরণ নিয়ে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে একটি মহল। একের পর এক মিথ্যা অভিযোগ আনছে তারা।
অবশেষে রেজওয়ান আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন এমন গুজব ছড়িয়েছে অপপ্রচারকারীরা। অথচ তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
জানা যায়, ঈদের দিন থেকে পুরো ওয়ার্ডে গুজব রটে কাউন্সিলর রেজওয়ান আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। একটি চক্র এলাকায় ভীতি ছড়াতে এ কাজটি করে।
তবে রেজওয়ান আহমদের সাথে কথা বলে জানা গেছে তিনি সুস্থ আছেন।
তিনি জানান, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর পিএস মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হয়েছেন। যেহেতুু আমিসহ অনেক কাউন্সিলরকে বিভিন্ন কাজের জন্য তার কাছাকাছি হতে হয়েছিল তাই মেয়র মহোদয় আমাদের করোনা টেস্ট করানোর জন্য বলেন। তাই আমি ঈদের আগের দিন নমুনা দিই। গতকাল সোমবার রিপোর্ট এসেছে, তা নেগেটিভ। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি।
আমার মধ্যে অসুস্থতার কোন ধরনের লক্ষন নেই, মেয়র মহোদয়ের নির্দেশে টেস্ট করিয়েছি- যোগ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে পরাজিত একটি মহল সব সময় আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে বেড়ায়। আমি আমার ওয়ার্ডবাসীকে অনুরোধ জানাবো আপনারা এসব গুজবে কান দিবেন না। আমি সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন। ঘরে থাকবেন। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলুন।