আজকের সিলেট

২৪ ঘন্টায় সিলেট বিভাগে শনাক্ত ১৩৯ জন

সিলেট বিভাগে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বিভাগে শনিবার (২০ জুন) একদিনে নতুন করে আরও ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেট ও ঢাকায় করা করোনার নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ১২৫ জনে।

নতুন করে শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, ৮৪ জন হবিগঞ্জের, মৌলভীবাজারের ৩৪ জন ও সুনামগঞ্জের ৩ জন রয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত তিন হাজার ১২৫ জন। এর মধ্যে সিলেটে এক হাজার ৭০৬ জন, সুনামগঞ্জে ৭৮৮ জন, হবিগঞ্জে ৩৬০ জন ও মৌলভীবাজারে ২৭১ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৬৫৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৯ জন, সুনামগঞ্জে ১৭৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৮৬ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মারা গেছেন চারজন করে।

তিন হাজারের মাইলফলক ছাড়িয়ে যাওয়ার এ দিনেও করোনার ঝুঁকির জন্য রেড জোনে থাকা সিলেটের মানুষ সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানছেন না শনিবারও সিলেট নগরের বেশির ভাগ এলাকায় ছিল যানজট।

ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল ও গণপরিবহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। প্রতিদিন স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় প্রশাসন সিলেটজুড়ে গড়ে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করলেও তা কোনোভাবেই সামলানো যাচ্ছে না।

 

-সিলেটের খবর

আরও সংবাদ

Close