প্রবাস

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে‘র কার্যকরি কমিটির প্রথম সভা

যুক্তরাজ্যে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ আগষ্ট সোমবার পূর্ব লন্ডনের নিডা হাউস সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের নবনির্বাচিত সভাপতি আবুল কাসেম। ট্রাষ্টের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু’র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জসিম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টি এর ডাইরেক্টর ও সাবেক সভাপতি, বিয়ানীবাজারের কৃতি সন্তান মাহতাব চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভার মুরব্বী, ফেনগ্রাম সমাজকল্যান সংস্থার সভাপতি ফয়জুল হক, সুপাতলা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুল মতিন খান কবির, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি বেলাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আব্দুল গনি, কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আনোয়ার আহমদ মুরাদ, নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান আহমদ, কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন, নির্বাহী সদস্য বদরুল আলম, আব্দুল আহাদ, জসিম উদ্দিন, জামাল হোসেন, এমদাদুল হক কাজল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সহ-কোষাধ্যক্ষ আব্দুল বাসিত, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন আলম, ট্রাষ্টিশীফ সম্পাদক আহমেদ শরীফ, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম উদ্দিন অপু, সহ যুব ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান শিপলু, নির্বাহী সদস্য আব্দুল কাদির, আব্দুল্লাহ আল মামুন দিলু, তোফায়েল আহমদ পারভেজ, রুহেল ইসলাম রিবেল, ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ।
সভায় ট্রাষ্টিশীপ কালেকশন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও সংবাদ

Close