আন্তর্জাতিকশীর্ষ খবর
যুক্তরাষ্ট্রে ঘরছাড়া ২৫ হাজার মানুষ
ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলো। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আগুনের কারণে বিশাল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিবিসির খবরে বলা হয়েছে, গত তিন সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। কয়েক মিলিয়ন একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। সময়ের সাথে সাথে এর বিস্তৃতি বাড়ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার অস্তিত্বের জন্য এখন হুমকি এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে ট্রাম্পের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
জলবায়ু পরিবর্তনই ভয়াবহ এ দাবানলের কারণ বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম। জলবায়ু পরিবর্তনকে ঘিরে চলা বিতর্ককে এই দাবানল শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।