শীর্ষ খবর
পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। আমরা শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে অনুতপ্ত। কারণ তারা বিষয়টি জানতো না।’
মন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। আমরা আগেভাগে যদি জানতাম যে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। হঠাৎ করে শুনলে আচমকা অবস্থার মধ্যে পড়ে যাই।’
তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি কেন হঠাৎ করে এমন হলো এবং তখন ওরা বলেছে তারাও বিষয়টি জানতো না।’
এটি একটি দুর্ঘটনা−উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছয় লাখ টন পেঁয়াজ মজুত আছে যা দিয়ে তিন মাসের মতো চলবে। এছাড়া আরও ১১ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে। এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই।’
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশটি।