শীর্ষ খবর
ছাত্রাবাসে ধর্ষণের দায় স্বীকার করলো সবাই
এমসির ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া সকলেই দায় স্বীকার করে নিয়েছে।
সর্বশেষ আজ রোববার (৪ অক্টোবর) আদালতে জবানবন্দি দিয়ে দায় স্বীকার করলো তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান।
দুপুর ২টায় তারেকুল ইসলাম তারেক মাহফুজুর রহমানকে আদালতে তুলেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ (রহ.) থানার পুলিশ পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য। এ সময় তারেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এবং মাসুম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
শাহপরাণ (রহ.) থানার পুলিশ পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য জানান, তারেক ও মাসুম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এমসির ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নেয় তারা। বর্তমানে তাদের কারাগারে নেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার ও গতকাল শনিবার এ ঘটনায় আরও ৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সাইফুর রহমান ও অর্জুন লস্কর। আর রবিউল জবানবন্দি দেয় মুখ্য মহানগর হাকিম (দ্বিতীয়) সাইফুর রহমানের আদালতে।
পরদিন শনিবার (৩ অক্টোবর) শাহ মাহবুবুর রহমান রনি এবং সন্দেহভাজন আসামি মিসবাউর রহমান রাজন ও আইনুদ্দিনকে অতিরিক্ত মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। এই তিনজনের মধ্যে রাজন শনিবার বিকাল পর্যন্ত সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এ সময় সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন রাজন।
অপরদিকে, শনিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন অপর দুই আসামি রনি ও আইনুল। তারাও ঘটনার দায় স্বীকার করে।
উল্লেখ্য, এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যারাতে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শনিবার ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জনকে অভিযুক্ত করে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় মামলা করেন ওই নববধূর স্বামী।
মামলার এজাহারনামীয় আসামিরা হচ্ছে- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)।