আজকের সিলেট
ফাঁড়ি-কাষ্টঘরে তদন্তে পিবিআই : কবর থেকে তোলা হবে রায়হানের লাশ
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ নামের এক যুবক মৃত্যুর ঘটনায় হওয়া মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তরের পর আনুষ্ঠানিক ভাবে তদন্তে নেমেছে।
তদন্তের শুরুতেই বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে প্রবেশ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এর একটি দল।
পিবিআই এর এসপি খালেদুজ্জামানের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ইন্সফেক্টর মহিদুল ইসলামসহ পিবিআই এর একটি দল সিলেত মেতড়পলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে প্রথমেই তাদের নিজস্ব হলুদ ফিতা টানিয়ে তদন্ত কাজ শুরু করে। তদন্ত টিমের সাথে উপস্থিত আছেন পিবিআই এর এডমিন জাহাঙ্গীর হোসেন।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সারে ৯ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে পিবিআই’তে মামলাটি হস্তান্তরের পর আজ বুধবার বন্দরবাজার ফাঁড়িতে অভিযানের মধ্য দিয়ে তারা তদন্তের কাজ শুরু করে।
পরে তদন্ত দলটি কাষ্টঘর এলাকায় যায়। সেখানে নিহত রায়হানকে গ্রেপ্তারের সময় প্রত্যক্ষদর্শী সুরাইলালের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
এদিকে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান উদ্দিনের (৩৫) মৃতদেহ পুনরায় ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।