শীর্ষ খবর
সিলেটে চাল-আলুর নির্ধারিত দামের তোয়াক্কা করছে না কেউ : নেই কোন মনিটরিং
সরকারের বেঁধে দেওয়া দামে আলু ও চাল বিক্রি করছেন না সিলেটের ব্যবসায়ীরা। তারা প্রতি কেজি চালে ৫-৬ টাকা, আলুর ওপর ২০ টাকা অতিরিক্ত দাম রাখছেন।
ক্রেতারা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দাম ঘোষণায় সীমাবদ্ধ আছে, বাজারে নেই। তাদের অভিযোগ, সরকারের দুর্বল বাজার মনিটরিংয়ের কারণে ‘অসাধু ব্যবসায়ীরা’ দাম বাড়িয়ে ফায়দা নিচ্ছেন।
গত ২৯ সেপ্টেম্বর প্রতি কেজি মিনিকেট চালের (মিলগেট মূল্য) দাম সাড়ে ৫১ টাকা ও মাঝারি চাল প্রতি কেজির ৪৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর ১৪ অক্টোবর আলু খুচরা বাজারে ৩০ টাকা ও পাইকারি বাজারে কেজি প্রতি ২৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার।
অথচ সিলেটের বাজারে সরকারের এই দাম নির্ধারণের কোন প্রভাব পড়েনি। এই সিদ্ধান্তের কোন তোয়াক্কা না করে চলছে চড়া মূল্যে চাল-আলু বিক্রি।
আজ শুক্রবারও বিভিন্ন খুচরা বাজারে ৫০ টাকা কেজিতে আলু বিক্রি করতে দেখা গেছে।
এর জন্যে ক্রেতারা দুর্বল বাজার মনিটরিংকে দায়ি করছেন। তাদের অভিযোগ দাম নির্ধারণ করে দিলেও কোন অভিযান চালানো হচ্ছে না অতিরিক্ত মূল্য রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে।