শীর্ষ খবর
ছেলে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে উচ্চ আদালতে মা
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের (৩৫) মৃত্যুর ঘটনার বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দায়ের করা ওই রিট আবেদনে পক্ষভুক্ত হওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে আবেদন জমা দিয়েছেন রায়হান উদ্দিনের মা সালমা বেগম।
জানা গেছে, ন্যায়বিচারের আশায় রায়হান আহমেদের মা দেশের উচ্চ আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন।
রোববার (১ নভেম্বর) রায়হান আহমেদের মা সালমা বেগমের পক্ষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ এ আবেদন করেন বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
রিটে তার মাকে পক্ষভুক্ত করা হবে কি না- এ বিষয়ে চলতি সপ্তাহে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ।