আজকের সিলেট

তদন্ত কর্মকর্তা বদল : ছিনতাইয়ের অভিযোগ আনা সাইদুরের বিরুদ্ধে প্রতারণার মামলা

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে। এখন চাঞ্চল্যকর এ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন সিলেট পিবিআই’র ইন্সপেক্টর আওলাদ হোসেন। বুধবার থেকে চাঞ্চল্যকর এ মামলায় তদন্তের কাজ শুরু করেছেন তিনি।

এদিকে, গত রোববার রাতে রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট পিবিআই’র ইন্সপেক্টর মহিদুল ইসলাম সহ পিবিআই’র দু’জন পরিদর্শক, একজন সহকারী পুলিশ পরিদর্শক ও দু’জন কনস্টেবল আক্রান্ত হয়েছেন করোনায়। এ অবস্থায় একদিন পর মঙ্গলবার মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আওলাদ হোসেনকে।

তবে এরই মধ্যে মামলার পূর্বের তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মহিদুল ইসলাম তদন্তের অগ্রগতি অনেক দুর এগিয়ে রেখেছেন।

ইতিমধ্যে ৩ পুলিশ সদস্য সহ ৪ জনকে গ্রেপ্তার ও আটক পুলিশ সদস্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।

এদিকে, সেই রাতে রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। সৌদি রিয়েল দিয়ে প্রতারণার অভিযোগে সোমবার রাতে সাইদুরের বিরুদ্ধে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন প্রাইভেটকার চালক নগরীর লন্ডনি রোডের বাসিন্দা আফজাল হোসেন আলাল। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম মিঞা।

আরও সংবাদ

Close