শীর্ষ খবর

পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় সিলেটজুড়ে দোয়া মাহফিল

করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ.কে আবদুল মোমেনের সুস্থতা কামনায় সিলেটের বিভিন্ন রাজনীতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগ আজ বৃহস্পতিবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

এরমধ্যে জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে। মিলাদ মাহফিল শেষে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারন সম্পাদক মো.শামীম আহমদ। এছাড়াও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অসহায়, দুঃস্থ ও পথশিশুদের মাঝে শিরনী বিতরণ করা হয়।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর ড. এ.কে আবদুল মোমেনের সুস্থতা কামনায় দোয়া কামনা করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন সিলেট বাসী সহ দেশ বাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামীন দরবারে উনার দ্রুত সুস্থতা চান।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি’র সুস্থতা কামনায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) উদ্যোগ এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাদ জোহর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদে। এতে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী অধ্যাপক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটর কার্যকরী সদস্য ও ওসমানী হাসপাতাল মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও মিড-লেভেল চিকিৎসক পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ সভাপতি মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক সমীর চন্দ্র দাস, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবুল খয়ের চৌধুরী, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সহ সাধারণ সম্পাদক ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সচিব মো. রওশন হাবিব, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যান সমিতির কোষাধ্যক্ষ মাহবুব আহমদ, হাসপাতালের প্রধান সহকারী মো. আবুল কাসেম, হিসাবরক্ষণ অফিসার মো. সাহেদ আলী, চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল জব্বার সহ সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

Close