শীর্ষ খবর
মেশিন বিকল হয়ে ওসমানীতে বন্ধ করোনা পরীক্ষা : প্রবাসীদের দুর্ভোগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস শনাক্তের যন্ত্র (আরটিপিসিআর মেশিন) বিকল হয়ে গেছে। শুক্রবার থেকে এই ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা বন্ধ রয়েছে।
শনিবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেশিনটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলী আসছেন। তিনি আসার পরই বোঝা যাবে কী সমস্যা হয়েছে। তবে আশা করছি, খুব দ্রুতই মেশিনটি সচল হবে।’
এদিকে ওসমানী হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। কারণ বিদেশগামী যাত্রীদের জন্য সিলেট বিভাগে সরকার নির্ধারিত একমাত্র ল্যাব হলো ‘সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবটি’।
অন্য যারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন, তাদের নমুনা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হচ্ছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ওসমানী হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের যন্ত্র বিকল থাকায় বিদেশগামী যাত্রীরা সাময়িক অসুবিধায় পড়েছেন। আপাতত তাদেরকে ঢাকা থেকে করোনা সার্টিফিকেট নিতে হবে।
ইতোমধ্যে যারা নাম নিবন্ধন করে নির্ধারিত ফি জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।