আজকের সিলেট

সিলেটে আটক রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর নির্দেশ : কারাগারে ২ মানবপাচারকারী

সিলেটে নারী-শিশুসহ আটক ১৪ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাইফুর রহমান এ নির্দেশ দেন।

একই সাথে রোহিঙ্গাদের সঙ্গে আটক হওয়া দুই মানবপাচারকারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সিলেটে আটক ১৪ রোহিঙ্গাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৭ জনকে সোমবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করে পুলিশ। আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে দুই মানবপাচারকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘আটককৃত রোহিঙ্গাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৭ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালত কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুই মানবপাচারকারীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, রোববার ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে ১৪ রোহিঙ্গা ও ২ মানবপাচারকারীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৪টি আইডিকার্ড, সিমসহ ৭টি মোবাইল সেট জব্দ করে।

আরও সংবাদ

Close