সারা বাংলা

গাড়ির দরজা ও গিয়ারবক্সে ৫ লাখ মার্কিন ডলার

গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ হয় বিজিবির। গতিরোধ করে তল্লাসী চালিয়ে চোখ ভড়কে যায় তাদের। অভিনব কায়দায় গাড়ির দরজা ও গিয়ারবক্সে লুকিয়ে রাখা হয়েছিল ৫ লাখ মার্কিন ডলার। এ  দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ও জব্কৃত মালামাল রোববার থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, ওই দিন বিজিবির একটি টহলদল ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে সেটি ধাওয়া দিয়ে থামায়। পরে প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০ হাজার করে ৫০ বান্ডিলে থাকা ৫ লাখ ইউএস ডলার জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ লাখ ৫ হাজার ৩০০ টাকা।

সেলিম রেজা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ
চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।

বিজিবি মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close