শীর্ষ খবর
ভয়ঙ্কর, নির্মম, সরকার খালেদা জিয়ার রুমের হিটারটাও নিয়ে গেছে!
খালেদা জিয়া অন্ধকার কারাগারে শীতের মধ্যে অত্যন্ত কষ্টে আছেন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি গতকালই খবর পেয়েছি তার রুম গরম করার জন্য একটি রুম হিটার নিয়ে গিয়েছিল। কিন্তু ভয়ঙ্কর, নির্মম, এই সরকার হিটারটাও নিয়ে গেছে!’
বুধবার (১ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল বর্তমান সরকারের ওপর মানুষের কেমন আস্থা আছে, তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
আওয়ামী লীগ বন্দুক দিয়ে, গায়ের জোরে ক্ষমতায় বসে আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সরকার তো তারা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ১০০ জনকে জিজ্ঞাসা করলে ৯০ জনই বলবে এই সরকারকে চাই না। আমি ভুল বলছি না। ওবায়দুল কাদের আসুন, আপনার ওই পুলিশ বাদ দিয়ে দেখুন, মানুষ কী বলে। দেখুন, দেয়ালে কী লেখা।’
তিনি বলেন, ‘আজকে পত্রিকায় একটি কলাম ছাপা হয়েছে। আওয়ামী লীগপন্থী এক লেখক সেটা লিখেছেন। তিনি কিছুদিন আগে সিলেট গিয়েছিলেন। কলামে বলছেন, মানুষ আর পছন্দ করছে না এই সরকারের মন্ত্রীদের। সরকারকে বলবো দেয়াল ভাষা পড়ুন। মানুষ কী বলতে চায়, তা দেখুন।’
সারাদেশের মানুষ পরিবর্তন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা নতুন সরকার দেখতে চায়, জনগণের সরকার দেখতে চায়। বন্দুক দিয়ে কিছু দিন আটকে রাখা যায়। সব সময় ধরে রাখা যায় না।’
ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা চলাকালে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে দুবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এছাড়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান ফটকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।