আজকের সিলেট

কানাইঘাটে রাস্তার পাশে নবজাতক : দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

সিলেটের কানাইঘাটে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কে বা কারা শিশুটিকে  উপজেলার বড়চতুল ইউনিয়নের অফিসের পাশের রাস্তায় ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর নিঃসন্তান এক দম্পতি এই কন্যা সন্তানটির দায়িত্ব নেন।

আজ বুধবার (৫ মে) সকালে পরিচয়হীন ওই নবজাতক কন্যাটিকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বুধবার ভোরে কানাইঘাট-দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে একটি টাওয়াল দিয়ে মোড়ানো রক্তমাখা অবস্থায় স্থানীয় বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে দেখতে পান। পরে ঐ বাড়ির ইছমতুন বেগম ফুটফুটে নবজাতককে কোলে নেন। মুহূর্তে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবজাতক কন্যাকে দেখতে বতাই মিয়ার বাড়িতে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বতাই মিয়ার মেয়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন।

স্থানীয়রা আরো জানান, নবজাতককে রক্তমাখা অবস্থায় ইউনিয়ন অফিসের সামনে রাস্তার পাশে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নবজাতকটির নাড়ি কাটা ছিল। ধারনা করা হচ্ছে এই নবজাতকের জন্ম কোন ক্লিনিকে হতে পারে এবং ভোর বেলা লোকজনের আড়ালে রাস্তার পাশে কেউ রেখে গেছে।

আরও সংবাদ

Close