শিক্ষা

ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বে ইউসুফ আলী মোল্লা

অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইউজিসি’র জ্যেষ্ঠতম সদস্য হিসেবে তাকে রুটিন দায়িত্ব দেয়া হয়।

অধ্যাপক আবদুল মান্নানের ইউজিসির চেয়ারম্যানের নির্ধারিত সময়সীমা শেষ হয় গতকাল মঙ্গলবার। গতকাল তিনি শেষ কার্যদিবস সম্পন্ন করেন। তিনি গত চার বছর ধরে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।

তিনি চলে যাওয়ার পর চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইউজিসির জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দিতে ওই নির্দেশনা জারি করা হয়।

উল্লেখ্য, প্রফেসর ইউসুফ আলী মোল্লা ২০১৫ সালের ২৮ মে বাংলাদেশ ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন। এখন তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close