শিক্ষা

এইচএসসির ফল শিগগির : পরীক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশনের আহ্বান

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। তাই পরীক্ষার্থীদের ‘অটো পাস’ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসি’র ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।

এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ আগামী ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করার কথা আছে। সেখানে অনুমোদন দেয়া হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা জারি করা হবে। অধ‌্যাদেশ জারি হলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।

এদিকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিলে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। [HSCBord NameRollYear]

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদের আগামী সভায় অধ্যাদেশ অনুমোদন হলেও পরবর্তী সময়ে নানা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভাষাগত ও আইনি অসঙ্গতি আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরের জন্য আলাদা করে পাঠানো হবে। পরে তা জারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘অধ্যাদেশ জারির এক সপ্তাহ পর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। সে হিসেবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’

আরও সংবাদ

Close