শীর্ষ খবর
ভারতে আটকে থাকা পেঁয়াজ আসা শুরু
পাঁচ দিন বন্ধের পর ভারত সরকার অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশটির অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।
তবে শুধু গত রবিবারের টেন্ডারকৃত পেঁয়াজ রফতানি করবেন বলে জানিয়েছেন সে দেশের ব্যবসায়ীরা। বেশ কয়েকদিন আটকে থাকায় অনেক ট্রাকের পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে বলে জানা গেছে।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ‘গত সোমবার থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগের পর আজ বেলা সাড়ে ৩টায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমরা ভারতের অভ্যন্তরে যেসব পেঁয়াজের ট্রাক রয়েছে, সব নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছি। আশা করছি, সব পেঁয়াজের ট্রাক নিতে সক্ষম হবো।’