সিলেটের টুকরো খবর
সিলেট বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর দক্ষিণ সুরমাস্থ শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে দরিয়া শাহ মাজারের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাজেদ আহমদ (২২) জকিগঞ্জ থানার উত্তর আইয়র গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, মাজেদ আহমদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তিনি জানান, মাজেদের বিরুদ্ধে দক্ষিণ সুরমার থানার এসআই শাহীন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় মাজেদকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





