আজকের সিলেট
সিলেটে টমটম উচ্ছেদ বন্ধের দাবিতে সভা
টমটম ও ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদ সিলেট সদর উপজেলা শাখার এক প্রতিনিধি সভা আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সুরমা গেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও হামিদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, শ্রমিক নেতা আবু জাফর, স্থানীয় সমাজসেবক মোজাফফর হোসেন রুহেল ও রনি মিয়া।
শ্রমিক-মালিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, মাসুদ আহমদ, সিপন দাস, আব্দুর নূর, আজিজ আহমদ, কামাল আহমদ, রেসাদ মিয়া, সাহেদ আহমদ, খসরু, নুরুদ্দিন, রুমন আহমদ, খসরু, ইউনুস মিয়া, আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ। তারপরও চলছে শ্রমিক উচ্ছেদের নানা আয়োজন। যা শ্রমজীবী মানুষদের আরও অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।
সভায় বক্তারা ব্যাটারিচালিত টমটম ও রিকশার প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ণ করে লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য পৃথক লেন চালু, বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা-টমটম উচ্ছেদ ও হয়রানি বন্ধের আহ্বান জানান।