আজকের সিলেট
সিলেটে কর্নেল তাহেরের জন্মবার্ষিকী পালন
সিলেটে কর্নেল তাহেরের ৮২তম জন্মবার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখা পরিচালিত অদম্য পাঠশালা। আজ সোমবার (১৬ নভেম্বর ) সকাল ১১টায় পীরের বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
অদম্য পাঠশালায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা ইমন আহমদ, মিলাদ আহমদ, আদনান আরিফ, রাজন মিয়া, মিসবাহ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কর্নেল তাহের একটি ইতিহাসের নাম। নিঃশঙ্ক চিত্তের অধিকারী কর্নেল তাহের জীবনের শেষদিন পর্যন্ত শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন।
তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে। প্রতিদিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে।
বক্তারা আরও বলেন, দেশের সংকটকালীন সময়ে বীর উত্তম কর্নেল আবু তাহেরের জীবন সংগ্রাম ছাত্র ও যুব সমাজের কাছে প্রেরণার উৎস। তাই কর্নেল তাহের আজও প্রাসঙ্গিক।