সিলেটের টুকরো খবর

সিকৃবিতে কৃত্রিম প্রজনন ও জনন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ সম্পন্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের ব্যবস্থাপনায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের অর্থায়নে দুইমাস ব্যাপি গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন ও জনন ব্যবস্থাপানার উপর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ভবনে সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ শেষ হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোহন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

প্রফেসর ড. মোঃ নাজমুল হকের সঞ্চালনায় সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: সারোয়ার আকরাম আজিজ, ড. মোঃ শওকত আলী, ন্যাশনাল সেল্স ম্যানেজার (এনএসএম), ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও গবেষকবৃন্দ। উল্লেখ্য দুইমাস ব্যাপি এ প্রশিক্ষণে মোট ২৬ জন খামারি ও কৃষক এতে অংশ নেয়।

আরও সংবাদ

Close