শীর্ষ খবর

নদী-ছড়া উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ : দেশব্যাপী উচ্ছেদ অভিযান শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেনদ-নদী, খাল-ছড়াসহ প্রাকৃতিক জলাশয় উদ্ধারে সারা দেশে এক যোগে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে দেশের ৬৪টি জেলায় এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন উচ্ছেদ অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সারাদেশের নদ-নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়ে প্রায় ৪০ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করেছেন তারা।

এ সব উচ্ছেদের ব্যাপারে গত ৫ নভেম্বর এ মন্ত্রণালয় থেকে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ পাঠানো হয়।

সেই প্রসঙ্গ টেনে গাজীপুর জেলার টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম গোলাম মোর্শেদ খান জানান, ৬৪ জেলার নদ, নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারি জলাধারের তীরের তালিকা করা অবৈধ স্থাপনা একযোগে উচ্ছেদ শুরু হচ্ছে সোমবার থেকে।

তবে অবৈধভাবে নির্মিত কারখানার ভবন, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনার পাশাপাশি ‘ছিন্নমূল’ মানুষের আশ্রয়ও ভেঙে ফেলার খবর পাওয়া গেছে। তীব্র শীতে ঘর হারানো এ মানুষগুলোর পুনরবাসনের ব্যবস্থার কথা আগে থেকেই ভাবা দরকার ছিল বলে মত দিয়েছেন কোনো কোনো স্থানীয় জনপ্রতিনিধি।

বিভিন্ন সময় ঢাকার বুড়িগঙ্গা নদীসহ বিভিন্ন নদ-নদীর পাড় উদ্ধারের অভিযান চালানো হলেও পরে তা আবার দখল হয়ে যেতে দেখা গেছে। এবার তাই দখল মুক্ত করার পরপরই সেসব জায়গা পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের কাজে লাগানোর কথা ভাবছে কর্মকর্তারা।

আরও সংবাদ

Close