আজকের সিলেট
জকিগঞ্জে জমির জন্য বড় ভাইকে খুন : ছোট ভাইয়ের ফাঁসি
আজকের সিলেট প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের কেছরি গ্রামের মরহুম শফিকুল হকের ছেলে।
মামলার বরাত দিয়ে সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎভাই জাকির হোসেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা। হত্যাকাণ্ডের ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদি হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রবিবার আদালত জাকির হোসেনের ফাঁসি ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।