আজকের সিলেট

সিলেট বেতারে বৃক্ষনিধন তদন্তে বনবিভাগ : কমিটি গঠন

আজকের সিলেট প্রতিবেদক: বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে বৃক্ষনিধনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ।

বেতার ভবনের ১৪৩টি গাছ কোন অনুমতি ব্যতিত কেটে ফেলার অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছ বন বিভাগ। বুধবার বিভাগীয় বন কর্মকর্তা তিন সদস্যের এ কমিটি গঠন করেন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

সিলেট সদরের সহকারী বন সংরকত্ষক জিএম আবু বকর সিদ্দিককে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লা আল মামুন ও সিলেট রেঞ্জের ফরেস্ট রেঞ্জার দেলোয়ার হোসেন।

বিভাগীয় বন কর্মকর্তা জানান, বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ১৪৩ টি গাছ কাটার অনুমতি চেয়ে গত ২৮ মে বন বিভাগে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে একজন রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় বন বিভাগ। গাছ কাটার উপযোগিতা তদন্তে গিয়ে ওই বন কর্মকর্তা দেখতে পান অনুমতি পাওয়ার আগেই গাছ কেটে ফেলেছে বেতার কর্তৃপক্ষ। কাটা গাছগুলো বেতার ভবনে স্তুপাকারে রাখা হয়েছে।

বিধিবর্হিভূতভাবে এভাবে সরকারী প্রচারমাধ্যমে প্রায় দেড়শ’ কাছ কেটে ফেলায় ব্যাপক সমালোচনায় সৃষ্টি হয়। এ অবস্থায় বন ও পরিবেশমন্ত্রী শাহাবউদ্দিন সিলেট সফরে এসে এই ঘটনার তদন্ত হবে বলে জানান। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, বেতার কেন্দ্র, সিলেটের নতুন ভবন নির্মানে ৫৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের কাজের জন্য কেটে ফেলা হয়েছে বেতার ভবনের ১৪৩টি গাছ। ফলে গাছগাছালিতে বেতার কেন্দ্রটি এখন অনেকটা বৃক্ষশূন্য হয়ে পড়েছে।

আরও সংবাদ

Close