সিলেটের টুকরো খবর
গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান
আজকের সিলেট প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বেখরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চলমান সায়েল ব্রিক ফিল্ড নামের একটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় ভাটার ম্যানেজার রবিউল ইসলামকে ২০লক্ষ টাকা জরিমানা করা হয়।
সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক বেগম ইছরাত জাহান পান্নার নেতৃতে এ অভিযানে লাফনাউট বেখরা এলাকার সায়েল ব্রিক ফিল্ডের হেলানো পরিবেশ নষ্টকারী চিমনি ও ইট পুড়ানোর বক্স সমূহ বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নাজরাতুন নাঈম, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট সানোয়ার হোসেন, আইনশৃঙ্খলা এবং ফায়ার সার্ভিসের লোকজন।