শীর্ষ খবর
দেশে নির্যাতন নিয়ে আইন আছে, বাস্তবায়ন নেই : জাতিসংঘের কাছে প্রতিবেদন
আগামী মাসের ৯ তারিখের মধ্যে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির শুনানিতে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আসন্ন শুনানিকে সামনে রেখে এরই মধ্যে সুশীল সমাজের প্রতিনিধিরা জাতিসংঘে প্রতিবেদন জমা দিয়েছেন। বাংলাদেশে নির্যাতন নিয়ে আইন থাকলেও সরকার বাস্তবায়নে ব্যর্থ বলে প্রতিবেদন দিয়েছে বেসরকারি সংস্থাগুলো।
এদিকে আইন হওয়ার পরও নির্যাতনের ঘটনার তদন্ত নিয়ে কোনো প্রতিবেদন জমা দেয়নি বাংলাদেশ সরকার। তবে এবারই প্রথম বাংলাদেশ প্রতিবেদন জমা দেবে বলে আজই এক অনুষ্ঠানে জানিয়েছেন আইনমন্ত্রী।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা প্রতিবেদনগুলো থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনে নির্যাতনবিরোধী কমিটি ‘ইউএন কমিটি এগেনস্ট টর্চার’ আগামী ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ, গ্রিস, পোল্যান্ড এবং টোগো সরকারের দেয়া প্রতিবেদন ও সুশীল সমাজের দেয়া প্রতিবেনদগুলো নিয়ে পর্যালোচনা করবে।