আজকের সিলেট

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

মঙ্গলবার (১৫ মে) রাতে বিবৃতি দিয়ে তাঁরা এ দাবি জানান।

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না।

একজন পেশাধার সাংবাদিকের সাথে এমন আচরণ করার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে-যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেট জেলা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও সংবাদ

Close