শীর্ষ খবর

বৃষ্টি থাকতে পারে কাল : বাড়বে শীত

কনকনে শীতে জবুথবু অবস্থা চারদিক। এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে আরো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ। এতে সারাদেশের তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এমন অবস্থা তিনদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

পূর্বাভাস রয়েছে কয়েক জায়গায় বৃষ্টি হওয়ার। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

আরও সংবাদ

Close