আজকের সিলেটহবিগঞ্জ

হবিগঞ্জে দুই হাজার বস্তা সরকারি চাল জব্দ : তদন্ত কমিটি

আজকের সিলেট প্রতিবেদক: হবিগঞ্জে পাচারকালে প্রায় দুই হাজার বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সরকারি চাল উদ্ধারের বিষয়টির তদন্তে এ কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা খাদ্য কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)।

এর আগে বুধবার (৭ আগস্ট) রাতে পৌর শহরের গরুর বাজার এলাকার ‘সুরমা অটোরাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলে’ অভিযান চালানো হয়। এ সময় মিলের গুদামে রাখা সরকারি এক হাজার ৫০ বস্তা ও একটি ট্রাকে ভর্তি ৮৬০ বস্তাসহ বিপুল পরিমাণ খোলা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো সরকারি বস্তা থেকে খুলে অন্য বস্তায় ভরে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানসহ সদর থানার পুলিশ ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

Close