আজকের সিলেটসুনামগঞ্জ
দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

আজকের সিলেট প্রতিবেদক: মাদকদ্রব্য অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
আজ বুধবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন ট্যাংড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ১১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ গিরিশনগর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।
পরে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করে।





