আজকের সিলেট
গণধর্ষণ মামলা থেকে অব্যাহতি চায় সাইফুর-রনি-রবিউল : প্রথম স্বাক্ষগ্রহণ রোববার
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার বিচার কাজ শুরু হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালত আলোচিত এ ধর্ষণ মামলার চার্জ গঠন করেন। এর মাধ্যমে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া শুরু হলো।
এদিকে, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ হবে আগামী ২৪ জানুয়ারি।
এর আগে সকাল এগারোটায় কড়া নিরাপত্তায় এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৮ আসামিকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলাম অব্যাহতির (ডিসচার্জ) জন্য আবেদন করলে আদালত না নামঞ্জুর করেন। পাশাপাশি অর্জুন লস্কর ও মাহবুবুর রহমান রনির জামিন আবেদনও নাকচ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রাশিদা সাঈদা খানম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।