আজকের সিলেট

গোয়াইনঘাটে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

সিলেটের গোয়াইনঘাটে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচিতে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজিতে ধান সংগ্রহ করা হবে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. ফারুক হোসাইন, গোয়াইনঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনসুরুল আলম, গোয়াইনঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু ভূষণ পাল, খাদ্য পরিদর্শক নীল রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমুখ।

আরও সংবাদ

Close