খেলা

সিলেটের সান্তোকির বল কি ফিক্সিং?

নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে শুরু হলো বিপিএল। কিন্তু বিপিএলের প্রথম ম্যাচেই বেরিয়ে এলো বিতর্ক। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে পেসার সান্তোকির করা দুইটি বল নিয়ে তৈরী হয়েছে সন্দেহ। বল দুইটি খুবই অস্বাভাবিক।

সিলেটের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের এই পেসার একই ওভারে একটি নো-বল ও একটি ওয়াইড করেছেন।

নো-বল বা ওয়াইড হতেই পারে, কিন্তু সন্দেহ জাগিয়ে তুলেছে নো-বলের দৈর্ঘ্য ও ওয়াইডের প্রস্থ। এই দুইটি এতই বড় ছিল যে মনে হতে পারে সান্তোকি ইচ্ছে করেই নো-বল ও ওয়াইড নিশ্চিত করতে চেয়েছেন।

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থেকে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির যে ইচ্ছাকৃত ‘নো-বল’ করেছিলেন, তার থেকেও সান্তোকির ‘নো-বল’ বড়। সেই ওভারের তৃতীয় ডেলিভারিতে লেগ সাইডে সান্তোকি দিয়েছেন বিশাল ওয়াইড। এরপর পঞ্চম বলে যে ‘নো-বল’টি করেছেন সেটিও অবিশ্বাস্য।

আরও সংবাদ

Close