আজকের সিলেট

শহীদ মিনারে নামাজ আদায় : সংস্কৃতিকর্মীদের সমালোচনা

গত শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর শাখা। অনুষ্ঠান চলাকালে সন্ধ্যায় মাগরিবের আজানের পর জামাতের সাথে নামাজ আদায় করেন সংগঠনটির কয়েকজন কর্মী।

শহীদ মিনারে জামাতে নামাজ আদায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এনিয়ে দেখা দেয় বিতর্ক। বিশেষত সংস্কৃতিকর্মীদের অনেকেই এমন কাণ্ডের সমালোচনা করেন। শহীদ মিনারকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক উল্লেখ করে এই স্থানকে কোনো ধর্মেরই উপাসনার কাজে ব্যবহার করা উচিত নয় বলে মত তাদের। উদ্দেশ্যমূলক ভাবেই এমনটি করা হয়েছে বলে মনে করেন সাংস্কৃতিক সংগঠকরা।

অপরদিকে, ওই অনুষ্ঠানের আয়োজকরাও মনে করছেন, এমন কাজ করা ঠিক হয়নি। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনটি করা হয়নি বলে দাবি তাদের।

ওই অনুষ্ঠানের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিকেল থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শহীদ মিনারের পাশের মঞ্চে সভা করছিলো। সন্ধ্যায় আযান হওয়ার পর সংগঠনের কয়েকজন সদস্য শহীদ মিনারের বেদিতে জামাতের সাথে নামাজ আদায় করেন।

আরও সংবাদ

Close