সিলেটের টুকরো খবর
সিলেটে যাত্রাপালার পরিবর্তে ওয়াজ-মাহফিলের সিদ্ধান্ত গ্রামবাসীর
সিলেটের গহরপুরের অন্তর্গত ঐতিহ্যবাহী শিওরখাল গ্রামে অশ্লীল যাত্রাপালার পরিবর্তে ওয়াজ-মাহফিলের সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।
গতকাল (রবিবার) জামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর আহ্বানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জামিয়ার অফিসকক্ষে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, দক্ষিণ শিওরখালে কোনো যাত্রা, মেলা ও অশ্লীল গান-বাজনা করতে দেওয়া হবে না। মদ-জুয়া ও সকল প্রকার সামাজিক অন্যায়-অপরাধ গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। এর পরিবর্তে সিদ্ধান্ত হয় এ বছর দক্ষিণ শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে ২ দিনব্যাপী ওয়াজ-মাহফিল আয়োজনের।
গহরপুর জামিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, ‘এটি একটি মহতি উদ্যোগ। আমরা দুয়া করি, এর উসিলায় আল্লাহ যেন এই অঞ্চলকে দীনের কেন্দ্র হিসেবে কবুল করে নেন।’