সারা বাংলা
একদিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ৪৭৩ জন
রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। স্বাস্থ্য অধিদফতর বলছে গতকালের রেকর্ড ভেঙে শুধু মঙ্গলবার (২৩ জুলাই) সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৩ জন। যার মধ্যে রাজধানীতেই ৪০৭ জন।
বিশেষ কর্নার খুলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে অনেকের জায়গা হয়েছে মেঝেতে। ভয় না পেয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগের ৭ নম্বর ওয়ার্ডে ২০টি শয্যা ছেড়ে দেয়া হয়েছে কেবল ডেঙ্গু রোগীদের জন্য। তবে চাপ বাড়ার সাথে সাথে আতঙ্কও বাড়ছে রোগী ও স্বজনদের মধ্যে।