আজকের সিলেট
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
বিভিন্ন মামলায় দণ্ডিত কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মিছিলটি নগরের বন্দরবাজার থেকে শুরু হয়ে জিন্দাবাজারে সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে পথসভায় বক্তারা বলেন, দুই বছর ধরে খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাগারে রেখেছে। খালেদা জিয়ার মতো এদেশের মানুষও এখন কারাগারে বন্দি। বর্তমান সরকার দেশে লুটপাট করছে। জনগণের ভোটের অধিকার হরণ করেছে।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আওয়ামী লীগ সরকার আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে বিচারের নামে অবিচার চালিয়ে অন্যায়ভাবে আটকে রেখেছে। কারান্তরীণ থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তার মুক্তি নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আবুল কাশেম, আব্দুল মান্নান, এমরান আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামালসহ সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।