সিলেটের টুকরো খবর
শাবি শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে শিক্ষকদের তিনটি প্যানেল থেকে মোট ৩৩ জন প্রার্থী ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দুটি ও বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্যানেলগুলো হলো- আওয়ামীপন্থি শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ, অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’।
সোমবার নির্বাচন কমিশনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ বছর মোট ভোটার ৫৬৮ জন শিক্ষক। এর মধ্যে ১৩৩ জন ছুটিতে রয়েছেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।