শীর্ষ খবর
সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা। প্রতিমা বির্সজন চলে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ থেকে সুরমা নদীর চাদনী ঘাটে জড়ো হন|
প্রতিমা বিসর্জনের কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দেব, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় পূজা কমিটির সদস্য রজতকান্তি ভট্রাচার্য সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
স্থানীয় আয়োজকরা জানান, প্রতি বছরের তুলনায় এ বছর একটু ভিন্ন ভাবে করতে হয়েছে পূজা উদযাপন। কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদূভাবের প্রভাবই এর কারন। এদিকে, এবার প্রতিবার প্রতিমা বিসর্জন পূর্বে পুরো নগরীতে ঢাক ঢোল বাজিয়ে শোভা যাত্রা করা হলেও এই বছর করা হয়নি।