আজকের সিলেট

শুক্রবার পরীক্ষায় বসবে হাজারো বইপড়ুয়া

সিলেটে বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবে হাজারো শিক্ষার্থী।

আগামী শুক্রবার ইনোভেটর আয়োজিত ‘জেলা পরিষদ সিলেট, বইপড়া উৎসব’ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০ টায় নগরীর মদনমোহন কলেজে এ পরীক্ষা শুরু হবে।

৩ মাস ব্যাপী বইপড়া উৎসবের দ্বিতীয় ধাপে উৎসবের নির্বাচিত গ্রন্থ শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’। এই গ্রন্থের ওপর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বইপড়া উৎসব এর প্রধান উদ্যোক্তা, ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

তিনি জানান, বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যারা বইটি গ্রহণ করেছে শুধুমাত্র তারাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

প্রণবকান্তি আরও জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরই সনদপত্র প্রদান করা হবে।

“জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয় / এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস “- এই স্লোগান নিয়ে বইপড়া উৎসবের যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে ইনোভেটর এর এ আয়োজন ইতোমধ্যে দেশব্যাপী নন্দিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড অর্জন করেছে সংগঠনটি।

আরও সংবাদ

Close