শীর্ষ খবর

ভারতে ‘বড় আঘাত’ আনতে পারে করোনা

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ যে কোনো মুহূর্তেই বড় আকার ধারণ করতে পারে। এমনটাই মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কী ভাবে তার মোকাবিলা করা হবে, ভারতের চিকিৎসা পরিকাঠামো ইত্যাদি বিষয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থার শীর্ষকর্তারা।

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন আগেই ‘এক্সপেক্টেড গ্লোবাল স্প্রেড অব দ্য নোবেল করোনাভাইরাস’ নামে এক সমীক্ষাতেও দেখা গিয়েছিল যে ভারতে করোনার প্রকোপ বাড়তে পারে। এক ধরনের ‘বড় আঘাত’ হতে পারে ভারতে।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া, পাকিস্তানেও এ ভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বর্তমান পরিস্থিতিতে শুধু ভারত-পাকিস্তানই নয়, ইরানের ওপরেও নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

আরও সংবাদ

Close