শীর্ষ খবর

ওসমানী বিমানবন্দরে বসলো ‘থার্মাল স্ক্যানার’

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে ‘থার্মাল স্ক্যানার’। এতদিন থার্মাল স্ক্যানার বিকল থাকায় ‘হ্যান্ডহেল্ড (হাতে বহনযোগ্য) থার্মোমিটার’ দিয়ে জ্বর পরিমাপ করা হচ্ছিল।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই স্ক্যানারটি বসানো হয়।

বিদেশ থেকে আমদানিকৃত নতুন থার্মাল স্ক্যানার (জ্বর পরিমাপক স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র) সকাল ৮টায় ওসমানী বিমানবন্দরে বসানোর কাজ শুরু হয়। দুপুর ১২টায় এটি বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

তিনি জানান, থার্মাল স্ক্যানার দিয়ে এখন বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তামপাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম দেওয়া হচ্ছে।

জানা গেছে, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের থার্মাল স্ক্যানার বিকল হয়ে ছিল। সম্প্রতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জ্বর পরিমাপের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। ওই সময়ই ধরা পড়ে ওসমানী বিমানবন্দরের থার্মাল স্ক্যানার বিকল থাকার বিষয়টি।

আরও সংবাদ

Close