আজকের সিলেট

৫নং ওয়ার্ডের দেড়শতাধিক প্রতিবন্ধীকে খাদ্যসহায়তা প্রদান

দীর্ঘ ১১ বছর ধরে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৫নং ওয়ার্ডের প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে আসছেন কাউন্সিলর রেজওয়ান আহমদ।রমজান, ঈদ ছাড়াও বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে এই অসহায় মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

করোনাভাইরাসে বিশ্বের সাথে বাংলাদেশেরও অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। এমনই এক পরিস্থিতিতে এসেছে মাহে রমজান। এসময় চরম বিপাকে রয়েছেন সাধারণ মানুষজন। প্রতিবন্ধীদের অবস্থা তো আরও নাজুক।

এমন অবস্থায় ৫নং ওয়ার্ডের ১৬০ জন প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে তাদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বড় বাজারস্থ কাউন্সিলর কার্যালয়ে তাদের হাতে এ ত্রাণ তুলে দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র আরিফ বলেন, দেশের এ ক্রান্তি লগ্নে আমাদের সবাইকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে। ডাক্তার, পুলিশ, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের প্রচেষ্টায় আমরা করোনা যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ।

এসময় তিনি নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।

অনুষ্ঠানে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, করোনাভাইরাসের প্রকোপে খেটে খাওয়া মানুষজন চরম বিপাকে রয়েছেন। এ কঠিন সময়ে আমি আমার ওয়ার্ডের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই- আসুন সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াই।

আরও সংবাদ

Close