শীর্ষ খবর
দুই ওষুধে আশার আলো দেখছে বাংলাদেশ : প্রয়োগ দেড় হাজার করোনা আক্রান্তের শরীরে
দেশে করোনা রোগীদের চিকিৎসায় ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন ব্যবহারে করে ভালো ফল পাওয়ার দাবি করেছেন চিকিৎসকরা। এই ওষুধ ব্যবহার করে করোনা রোগীর সুস্থ হওয়ার হার বেড়েছে কয়েক গুণ। রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকরা এই দাবি করছেন।
তারা দেড় হাজার করোনায় আক্রান্ত রোগীর ওপর এই ওষুধের প্রয়োগ করেছেন। তবে বিশেষজ্ঞরা এটাকে স্বাগত জানালেও গবেষণায় গুরুত্ব দিচ্ছেন।
হাসাপাতালের চিকিৎসকরা জানান, ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন ব্যবহারের ফলেই বাড়ছে সেরে ওঠা রোগীর সংখ্যা। রোগী শনাক্তের প্রথম দিনেই দুটি ইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন দেয়া হচ্ছে। সাত দিনে সাতটি ওষুধ দেয়া হয়। আর তাতেই এই সুফল পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মত, এমন জরুরি সময়ে এসব ওষুধ ব্যবহারে নিষেধ নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিস্তর গবেষণা করার তাগিদ দিয়েছেন তারা।