আজকের সিলেট

নগরীর অপরিচ্ছন্নতার জন্য আরিফকে দায়ি করলেন মোমেন

সিলেট নগরীর অপরিচ্ছন্নতার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমি যতবারই সিলেট আসি, দেখি মেয়র সাহেব সারা শহরের রাস্তাঘাট কেটে রেখেছেন। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একবছর মন্ত্রী ও সাংসদ থাকাকালে সিলেট-১ আসনে পরিচালিত উন্নয়ন কর্মকান্ড নিয়ে শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলন করেন আব্দুল মোমেন।

এসময় একজন সাংবাদিক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে সিলেটের অপরিচ্ছন্ন রাস্তাঘাট নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশের প্রসঙ্গটি টেনে পররষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির অভিযোগ যথার্থ উল্লেখ করে বলেন, আমি যতবারই সিলেট আসি, দেখি মেয়র সাহেব সারা শহরের রাস্তাঘাট কেটে রেখেছেন। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে। আমি মেয়র সাহেবকে সবসময় বলি- এগুলো সরান। যে সড়কগুলোর কাজ হয়েছে সেগুলো পরিষ্কার করেন। একটা একটা করে কাজ করেন।

এসময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও এ ব্যাপারে বেশি বেশি লেখালেখি করেন। তখন হয়তো কাজ হবে।

আরও সংবাদ

Close